রাশিদুল ইসলাম রাশেদঃ
দেশের অন্যতম প্রাচীন ও ভারি শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) পে-কমিশনের কর্মচারি ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও অভ্যন্তরীণভাবে মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয়সহ ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা।
.
বুধবার (৭ মে ২০২৫) দুপুরে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। পরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে প্রায় ২ ঘন্টা ব্যাপী বৈঠক করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
এ সময় তিনি শ্রমিকদের দাবিগুলো সদর দপ্তরে পাঠানোর আশ্বাস দিলে শ্রমিক ও কর্মচারীরা ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।
এতে বক্তব্য রাখেন, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
.
বক্তারা শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগপত্র, সরকার কর্তৃক প্রণোদনার ৫ ভাগ টাকা পে- কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে ওয়েজ কমিশন শ্রমিক এবং সকল দৈনিক হাজিরায়/চুক্তিভিত্তিক জনবলকে অন্তর্ভূক্ত করার দাবি জানান।
.
এছাড়া আগামী ২৩ মে-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন শ্রমিক ও কর্মচারীরা।
প্রিন্ট