ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরের শার্শায় আম বাজারজাত শুরু

 

 

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় শার্শা উপজেলার আম চাষি, আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে মঙ্গলবার (৬ মে) সকালে শুরু হয়েছে আমের বাজার। শার্শার বাগুড়ী বেলতলা বাজারে আম চাষীরা তাদের বাগানের পরিপক্ক আম তোলায় গোটা এলাকা জমজমাট এবং উৎসবের আমেজ বিরাজ করছে। শুরুতে এই বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ কয়েকটি আগাম জাতের আম এসেছে।

 

সরেজমিনে বাগুড়ী বেলতলা বাজারে দেখা গেছে, জমজমাটভাবে শুরু হয়েছে আমের বেচাকেনা। দেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীদের আগমনে আড়ৎদারেরা খুশি। প্রায় শতাধিক আড়ৎদার চাষীদের এই আম পাইকারদের হাতে বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছেন। এ বাজার থেকে আম পৌঁছে যাবে দেশের ৬৪টি জেলার পাইকারদের হাতে।

 

বাগুড়ী বেলতলা বাজারের আড়ৎদার আক্তারুল কবীর জুয়েল জানান, এ বছর আমের ফলন ভালে হয়েছে। কোন দুর্যোগ না হলে চাষীরা লাভবান হবে। দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সব চাইতে বড় আমের বাজার যশোর জেলার বাগুড়ী বেলতলা আমের বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মণ আম বেচাকেনা হয়।

আক্তারুল কবীর আরো জানান, শুরুতে আমের দাম একটু কম হলেও চাহিদার সাথে সাথে আমের দাম বাড়বে।

 

বাগুড়ী বেলতলা আম বাজারের সভাপতি মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন, শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও আম বাজারে আসতে শুরু করবে। এ বাজারে আগাম আম উঠার কারনে দেশের ৬৪ জেলার আম ব্যবসায়ীরা এ বাজার থেকে পাইকারী দরে আম ক্রয় করে। এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পায়।

 

জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, এই বাজারে কোন অসাধু ব্যবসায়ী বা আড়ৎদার আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, শার্শায় চাঁদাবাজদের কোন ছাড় নেই। চাঁদাবাজ যেই হোক অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বাগুড়ি বেলতলা বাজারে আম ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে এক চাঁদাবাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বলেন, গত ৪ মে শার্শা উপজেলার আম চাষী, আড়ৎদার ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে আজ (৬ মে) থেকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত শুরু হয়েছে। কোন প্রকার অপরিপক্ক আম ও আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

error: Content is protected !!

যশোরের শার্শায় আম বাজারজাত শুরু

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :

 

 

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশনায় শার্শা উপজেলার আম চাষি, আড়ৎদার ও আম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে মঙ্গলবার (৬ মে) সকালে শুরু হয়েছে আমের বাজার। শার্শার বাগুড়ী বেলতলা বাজারে আম চাষীরা তাদের বাগানের পরিপক্ক আম তোলায় গোটা এলাকা জমজমাট এবং উৎসবের আমেজ বিরাজ করছে। শুরুতে এই বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ কয়েকটি আগাম জাতের আম এসেছে।

 

সরেজমিনে বাগুড়ী বেলতলা বাজারে দেখা গেছে, জমজমাটভাবে শুরু হয়েছে আমের বেচাকেনা। দেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীদের আগমনে আড়ৎদারেরা খুশি। প্রায় শতাধিক আড়ৎদার চাষীদের এই আম পাইকারদের হাতে বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছেন। এ বাজার থেকে আম পৌঁছে যাবে দেশের ৬৪টি জেলার পাইকারদের হাতে।

 

বাগুড়ী বেলতলা বাজারের আড়ৎদার আক্তারুল কবীর জুয়েল জানান, এ বছর আমের ফলন ভালে হয়েছে। কোন দুর্যোগ না হলে চাষীরা লাভবান হবে। দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সব চাইতে বড় আমের বাজার যশোর জেলার বাগুড়ী বেলতলা আমের বাজার। এখানে প্রতিদিন হাজার হাজার মণ আম বেচাকেনা হয়।

আক্তারুল কবীর আরো জানান, শুরুতে আমের দাম একটু কম হলেও চাহিদার সাথে সাথে আমের দাম বাড়বে।

 

বাগুড়ী বেলতলা আম বাজারের সভাপতি মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন, শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও আম বাজারে আসতে শুরু করবে। এ বাজারে আগাম আম উঠার কারনে দেশের ৬৪ জেলার আম ব্যবসায়ীরা এ বাজার থেকে পাইকারী দরে আম ক্রয় করে। এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ হওয়ায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পায়।

 

জানতে চাইলে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, এই বাজারে কোন অসাধু ব্যবসায়ী বা আড়ৎদার আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, শার্শায় চাঁদাবাজদের কোন ছাড় নেই। চাঁদাবাজ যেই হোক অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বাগুড়ি বেলতলা বাজারে আম ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে এক চাঁদাবাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বলেন, গত ৪ মে শার্শা উপজেলার আম চাষী, আড়ৎদার ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে আজ (৬ মে) থেকে শার্শার বাগুড়ী বেলতলা বাজারে এ মৌসুমের আম বাজারজাত শুরু হয়েছে। কোন প্রকার অপরিপক্ক আম ও আমে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট