রিপন সরকারঃ
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা কৃষকদল। শনিবার সন্ধ্যায় পূর্বাচলে উপজেলা কৃষকদলের কার্যালয়ে আয়োজিত বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি ডাঃ শাহীন মিয়া।
.
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শাহআলম ব্যাপারীসহ জেলা ও উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা।
.
সংবাদ সম্মেলনে ডাঃ শাহিন মিয়া জানান, এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক আর জাতীয়তাবাদের তপ্তরক্তে মাতৃভূমি ফ্যাসিবাদমুক্ত হলেও আমাদের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কতিপয় ফ্যাসিবাদের রোষানলে পরেছে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি ও ভিডিও এডিট করে জেলার শীর্ষ থেকে তৃনমূল নেতাদের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
.
তিনি বলেন, কোন ষড়যন্ত্র জাতীয়তাবাদের চেতনাকে নষ্ট করতে পারেনি৷ স্বৈরাচার সরকারও মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চেষ্টা করেছে। অতিতের মতোই সাহস আর ধৈর্য নিয়ে ডকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। এসময় অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
প্রিন্ট