রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী চুন্নু খাঁ বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও তিন জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ২ মে শুক্রবার উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুন্নু খাঁ বাদী হয়ে গোলাকান্দাইল নাগেরবাগ বউ বাজার এলাকার খবির মাতবরের ছেলে সন্ত্রাসী ১। অলি (৩৫), ২। মোঃ সাগর (২৫), ৩। মোঃ রানা মিয়া, ৪। হালিম মিয়ার ছেলে শাওন (২০), ও শাহ জালালসহ (৪০), অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
.
ভুক্তভোগী চুন্নু খাঁ বলেন, গত ২ মে রাতে পূর্ব শত্রুতার জেরে গোলাকান্দাইল নাগেরবাগ ৬নং ওয়ার্ড এলাকার উপরোক্ত আসামিরাসহ অজ্ঞাত আরও ২০/২৫ জন আসামি দেশীয় অস্ত্র ছেনদা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, এসএস পাইপ, সুইচ গিয়ার, হকিস্টিক ও পিস্তল নিয়ে হামলা চালায়, সন্ত্রাসীরা আমার বসত ঘরের দরজা, জানলা, থাই গ্লাস, পানির ট্যাংকিসহ ঘর থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও কোপাইয়া ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করে।
.
এ সময় আমার দাদী মোসাঃ নাছিমা বেগম (৬০) ও প্রতিবেশী তাছলিমা বেগম (৩৫) বাঁধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে সন্ত্রাসীরা আমার বোরখার কারখানায় প্রবেশ করে ১৫০ পিস বোরখা যার বাজার মূল্য ২ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।
.
এ সময় আমারা ডাক চিৎকার করলে সন্ত্রাসীরা প্রতিবেশী নাছিমা বেগমের বসতবাড়ীর জানলা, থাইগ্লাস ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে আশপাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
.
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বাড়িঘরে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট