মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (৩ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
.
প্রত্যক্ষদর্শীরা জানান, বকুলতলায় থামানো অবস্থায় থাকা একটি অটোরিকশাকে পটুয়াখালী থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্র (রেজি: মেট্রো-থ-১১-০৯৬৮) সজোরে ধাক্কা দিলে উভয় যান খাদে পড়ে যায়। এতে যাত্রীরা গুরুতর আহত হন।
.
আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে মো. হাসেম হাওলাদার (৭০), পিতা মৃত ইঙ্গুল হাওলাদার, গ্রাম- চামটা কৃষ্ণনগর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ঘটনাস্থলেই মারা যান। অপর আহত মো. শামীম (৫০), পিতা ইসতাক আলী, গ্রাম- ফলাঘর, থানা- বাকেরগঞ্জ, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.
আহত অন্যান্য যাত্রীরা বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই মাহিন্দ্রটির চালক পালিয়ে যায়, তাকে আটক করা সম্ভব হয়নি।
.
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান,মাহিন্দ্রটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি কিন্তু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে প্রতিনিয়ত বেপরোয়া গতির যানবাহন চলাচল করে। কিন্তু উপযুক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
প্রিন্ট