পাবনার চাটমোহরে খোলা বাজারে চাল ও আটা কিনতে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের ভিড় দেখা যাচ্ছে। গতকাল সোমবার চাল ও আটা বিক্রি সময়ে দেখা যায় নারী-পুরুষ লাইন ধরে চাল ও আটা কিনছেন। পৌরসভার ৪জন ডিলার প্রতিদিন ৬ হাজার কেজি চাল ও ৪ হাজার কেজি আটা বিক্রি করছেন।
প্রতি কেজি চালের দাম ৩০ টাকা ও প্রতি কেজি আটার দাম ১৮ টাকা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারাদেশের মতো পাবনার চাটমোহর পৌর এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করেছে।
গত রবিবার (২৫ জুলাই) সকালে পৌর এলাকার চারটি পয়েন্টে একযোগে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়েছে। ৭ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। ওএমএস-এর দোকান থেকে জন প্রতি পাঁচ কেজি চাল অথবা আটা যে কেউ কিনতে পারবেন।
প্রিন্ট