ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ Logo কিছু কিছু দল বাংলাদেশকে মৃত্যুপুরী বানাচ্ছেঃ -মোমিন মেহেদী Logo মধুখালীতে কাঁচা মরিচের দাম হঠাৎ কম হওয়ায় কৃষকেরা হতাশ Logo কালুখালী থেকে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে হামলার শিকার Logo ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে ‌‌ আলোচনা সভা ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও শর্টগানসহ আটক ২ Logo জাতীয় নাগরিক পার্টি এনসিপির ‌ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন আইজিপি ব্যাজে ভূষিত

সেলিম সানোয়ার পলাশঃ

 

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পেশাগত স্বীকৃতিগুলোর একটি—“পুলিশ সার্ভিস এক্সাম্প্লারি গুড সার্ভিস ব্যাজ” (আইজিপি ব্যাজ)—অর্জন করেছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, পেশাগত দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন তিনি।

.

আজ ১ মে ২০২৫, রাজধানী ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ওসি রুহুল আমিনকে ব্যাজ পরিধান করিয়া দেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এবং পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

.

২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন মুহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে টানা প্রায় দুই দশক তিনি মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন থানায় কর্মরত থেকে অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

.

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও সৎভাবে দেশের সেবা করে যেতে পারি।”

.

তার এই অর্জনে স্থানীয় জনগণ, সহকর্মী পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই একে গোদাগাড়ী থানার জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

.

বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ হলো একটি সম্মানসূচক পুরস্কার, যা প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও অনুকরণীয় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি কোনো নির্ধারিত পদ বা কর্মকাল নির্ভর নয়—বরং এটি ব্যক্তি পুলিশের আচরণ, কাজের মান এবং জনসেবার প্রতি অঙ্গীকারের পরিমাপক।

.

ওসি রুহুল আমিনের এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা

error: Content is protected !!

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন আইজিপি ব্যাজে ভূষিত

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

সেলিম সানোয়ার পলাশঃ

 

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পেশাগত স্বীকৃতিগুলোর একটি—“পুলিশ সার্ভিস এক্সাম্প্লারি গুড সার্ভিস ব্যাজ” (আইজিপি ব্যাজ)—অর্জন করেছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, পেশাগত দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন তিনি।

.

আজ ১ মে ২০২৫, রাজধানী ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মাননীয় মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ওসি রুহুল আমিনকে ব্যাজ পরিধান করিয়া দেন। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এবং পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

.

২০০৬ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন মুহাম্মদ রুহুল আমিন। এরপর থেকে টানা প্রায় দুই দশক তিনি মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন থানায় কর্মরত থেকে অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

.

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন বলেন, “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া কামনা করছি, যেন ভবিষ্যতেও সৎভাবে দেশের সেবা করে যেতে পারি।”

.

তার এই অর্জনে স্থানীয় জনগণ, সহকর্মী পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই একে গোদাগাড়ী থানার জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

.

বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ হলো একটি সম্মানসূচক পুরস্কার, যা প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও অনুকরণীয় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি কোনো নির্ধারিত পদ বা কর্মকাল নির্ভর নয়—বরং এটি ব্যক্তি পুলিশের আচরণ, কাজের মান এবং জনসেবার প্রতি অঙ্গীকারের পরিমাপক।

.

ওসি রুহুল আমিনের এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


প্রিন্ট