মোঃ আমিন হোসেনঃ
‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
.
৩০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে ‘আমার দেশ পাঠক মেলা’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
.
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা সংবাদদাতা ও ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিক শফিউল আজম টুটুল।
.
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস তালুকদার।এ সময় বক্তব্য রাখেন নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহ-সভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজসহ আরও অনেকে।
.
বক্তারা বলেন, একটি স্বাধীন ও সত্যনিষ্ঠ সংবাদপত্রকে স্তব্ধ করে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রিন্ট