ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আট হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ঈদের পর সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কঠোর বিধি নিষেধ আরোপের ৩য় দিনে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮; দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিধি-নিষেধ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
প্রিন্ট