ফরিদপুর আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে সুকান্ত মন্ডল নামের এক কিশোর। সে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের সঞ্চয় মন্ডলের ছেলে ও হেলেঞ্ছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক আরিফুজ্জামান চাকলাদার (আপেল) বাদি হয়ে সুকান্ত মন্ডলের বিরুদ্ধে রোববার আলফাডাঙ্গা থানায় মামলা করেন।
জানা যায়, ঈদুল আযহার এক দিন পূর্বে২০ জুলাই মঙ্গলবার সুকান্ত মন্ডল তার ফেসবুক আইডি থেকে তিনটি শুকরের ছবির উপরে ঈদ মোবারক বড় করে লিখে পোষ্ট করলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।
ঘটনার ছয় দিন পরে স্থানীয় সাংবাদিক আরিফুজ্জামান চাকলাদার (আপেল) বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে আলফাডাঙ্গা থানায় সুকান্ত মন্ডলের বিরুদ্ধে মামলা করেন।
ওসি মো.ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আযহা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোষ্ট করার অভিযোগ এনে সুকান্ত মন্ডলের বিরুদ্ধে সাংবাদিক আরিফুজ্জামান চাকলাদার (আপেল) বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রিন্ট