মানিক কুমার দাসঃ
বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮:১৫ মিনিটে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের একটি বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
.
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।
.
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহরাব হোসেন, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মোদাররেস আলী ইসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট