ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজার সংলগ্ন পদ্মা নদী থেকে শনিবার রাত ১০টার সময় শিশু সুমাইয়া ইয়াসমিনের (৫) লাশ উদ্ধার করেছে।
ঘটনার সততা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ শেখ শহিদুল ইসলাম।
এই ঘটনায় এলাকায় শোকের মাতম। শিশু সুমাইয়া ইয়াসমিন কুষ্টিয়ার খাজানগর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে বলে জানা যায়।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার সময় ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর সোলাইমান শাহ মাজার সংলগ্ন পদ্মা নদীতে সুমাইয়া ইয়াসমিন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার রাত ১০টার সময় সুমাইয়া ইয়াসমিনের লাশ সোলাইমান শাহের মাজার সংলগ্ন পদ্মা নদী ভেসে উঠে। পরে সুমাইয়া ইয়াসমিনের লাশ এলাকাবাসী উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে ৫ বছরের শিশু সুমাইয়া ইয়াসমিনের লাশ উদ্ধার করেছে।
প্রিন্ট