রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে রুবেল উদ্দিন (৩২) নামে এক ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে তার অনুসারীরা। এ সময় তারা মিছিল করতে করতে থানা থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার ( ৮ এপ্রিল ২০২৫) বিকাল সাড়ে ৫ টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
.
লালপুর ও বাগাতিপাড়া থানা এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৪ বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি বর্ষণের ঘটনায় আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩ টায় বাগাতিপাড়া ও লালপুর থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় পুলিশ অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ বিষয়ে জানতে ফোন দিলে রিসিভ করেননি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক।
.
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, লালপুর থানা পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান চলছে।
.
এ বিষয়ে নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় রুবেলের বোনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট