মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম (জিসফ)এর উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রত্যাবর্তন কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে ফরিদপুর শহরের পুলিশ সুপারের অফিসের বিপরীতে অ্যাবলুম চাইনিজ রেস্টুরেন্ট উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল , জেলা যুবদল সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির।
এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা নতুন এই সংগঠনের কর্মকান্ডকে স্বাগত জানান। বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রবক্তা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অপরিসীম।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততাকে ধরে রাখার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তার আদর্শকে সামনে করে আপনাদের এগিয়ে যেতে হবে। বক্তারা নতুন এই সংগঠনের সফলতা কামনা করে বলেন আমরা আপনাদের পাশে থাকতে চাই । বক্তারা সবাইকে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
প্রিন্ট