ইনামুল খন্দকারঃ
ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে মধুখালী উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন , উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে মধুখালী থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মধুখালী উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান , উপজেলা প্রকৌশলী সোহেল রানা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট