মানিক কুমার দাসঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে পুষ্পকস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৮:৪৫ মিনিটে এ উপলক্ষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন শহীদদের গণকবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ।
প্রিন্ট