শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ নোমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সুধী ও সাংবাদিকগন। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট