সাহিদা পারভীনঃ
মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কার্ডের চাল বিতরন করা হয়েছে। রতনদিয়া ইউনিয়নের ২ হাজার ৫০ পরিবারের সদস্য এই কার্ডের সুবিধা পেয়েছে।
সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা চাল বিতরন উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন,ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট