মানিক কুমার দাসঃ
ফরিদপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ফরিদপুর
জেলা প্রশাসনের উদ্যোগে, ফরিদপুরে জেলা জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ফরিদপুর জেলা এন এসআই এর যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক ,কামরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সড়কের নিয়ম শৃঙ্খলা মেনে পরিবহন চালাতে হবে । আসন্ন ঈদে দুর্ঘটনা কমাতে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চালকদের বাসের গতি নিয়ন্ত্রণ রাখতে হবে।
যাতে দুর্ঘটনা কম ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে্ ইদে যাত্রীবাহী বাসের ভাড়াসমূহ সহনীয় পর্যায়ে রাখতে হবে যাতে যাত্রীরা দুর্ভোগে না পড়েন।
এ ব্যাপারে বাস মালিকদেরকে অবহিত করা হবে।
বক্তারা বলেন অনেক ক্ষেত্রে পুরাতন যানবাহন সাময়িক সময়ের জন্য মেরামত করে ঈদে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয় এতে অনেক ক্ষেত্রেই যানবাহনটি দুর্ঘটনার শিকার হয়। ওভারলোডিং এবং ওভার স্পিডিং এর কারণে সড়ক দুর্ঘটনাগুলো দেখা যায়। তাই এ ব্যাপারে চালকদের সচেতন থাকতে হবে। এ জন্য নিজেদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করতে হবে। কোন ধরনের সড়ক দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস যাতে দ্রুত রেসপন্স নিতে পারে সে ব্যাপারে নজর দেবার আহ্বান জানানো হয়।
প্রিন্ট