মোঃ হাসান আলীঃ
সিরাজগঞ্জে বাঙ্গালা করোতোয়া ফুলজোর ও হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং পুনঃখনন প্রকল্পের আওতায় চলছে নদী খননের কাজ। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড কর্তৃক পরিচালিত হচ্ছে।
এই নদী খননের কাজ করছে বেশ কয়েকটি কোম্পানি। এরই ভিতরে উল্লাপাড়া উপজেলায় নদী খননের কাজ করছে মায়ার কোম্পানি নামে একটি কোম্পানি, হাইড্রলিক্স কাঁটার মেশিন দিয়ে কাজ করার পরে হঠাৎ করে অবৈধ বাংলা ড্রেজার মেশিন দিয়ে সোনতলা ব্রিজের নিচে পিলারের কাছ থেকে বালু উত্তোলন করছে ।
এছাড়া ড্রেজারের পাশেই বেকু মেশিন দিয়ে মাটি কেটে স্তুপ করে রাখা হচ্ছে। বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ব্রিজের পিলার ও এর আশেপাশের মাটি ক্ষয় হচ্ছে। এতে ব্রিজের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। মায়ার কোম্পানি কিভাবে এই অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ।
কোম্পানির সুপারভাইজার মোঃ শওকত আলী সাথে মুঠোফোনে কথা বললে তিনি বিভিন্ন নিয়ম কানুনের কথা বলে। দায়িত্বরত আর একজন সুপার ভাইজার মোঃ রিপন আলী কাছে কোম্পানি বাংলা ড্রেজার ব্যবহার করার যায় কি এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন প্রশ্নের উত্তর দেয়নি।
প্রশাসন থেকে কনো বাংলা ড্রেজার ব্যবহার করা নিষেধ। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
প্রিন্ট