সেলিম সানোয়ার পলাশঃ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ্যদের সুস্থ্যতা কামনায় মোহনপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ইফতার ও দোয়া মাহফিলে মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন,উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক হবিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী উপজেলা যুদলের আহবায়ক মাসুদ রানা, গোদাগাড়ী পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎরাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।
প্রিন্ট