ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ ৩০শে মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’ Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সালথায় যুবদল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা Logo সদরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা Logo দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতর ২০২৫ নামাজের জামাত উপলক্ষে ব্রিফিং Logo ফরিদপুরের আলফাডাঙ্গায় কীটনাশক পান করে গৃহবধুর আত্মহত্যা Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ উদ্দিন Logo বোয়ালমারীতে ১০ গ্রামের বাসিন্দারা আজ উদযাপন করলেন ঈদুল ফিতর Logo মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সাহিদা পারভীনঃ

 

রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ কিশোরের নাম নিহত নিরব শেখ (১৭)। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিরব বৃহস্প‌তিবার রাতে বা‌ড়ির পাশে মাধবপুর বাজা‌রে যায়। গ‌ভির রাত হয়ে গেলেও সে বা‌ড়ি‌তে আসে না। পরের দিন ‌খোঁজ না পেয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোষ্ট দেওয়া হয়। এর কিছু সময় পর অপ‌রি‌চিত নাম্বার থে‌কে ‌নিরবের বাবার কা‌ছে ফোন আ‌সে । ফো‌নে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী ক‌রে ফোনদাতা। টাকা না দি‌লে নির‌বকে হত‌্যা কর‌বে বলেও হুমকী দেয়। হুমকীদাতা টাকা নিয়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যেতে বলে ফোন কে‌টে দেয়। এরপর থে‌কে ওই নাম্বার‌টি বন্ধ করে দেয় ।

 

এর পরদিন শ‌নিবার নিরবের বাবা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। রবিবার সকা‌লে স্থানীয় জে‌লেরা মাধবপুর কোলে মাছ ধরতে যায়। তারা কোলের পানিতে নিরবের মরদেহ‌ দেখ‌তে পেয়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

 

কালুখা‌লি থানার ও‌সি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান,শ‌নিবার ছেলে‌টির বাবা এক‌টি সাধারণ ডায়ে‌রি ক‌রে‌ছিল। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও কর‌ছি‌লো। এরই মধ্যে তার মরদেহ পাওয়া গেলো। আমরা মরদেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। কেন এই হত‌্যাকান্ড সে বিষ‌য়ে তদন্ত চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ ৩০শে মার্চ লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ দিবস’

error: Content is protected !!

কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

সাহিদা পারভীনঃ

 

রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ কিশোরের নাম নিহত নিরব শেখ (১৭)। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়ীয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিরব বৃহস্প‌তিবার রাতে বা‌ড়ির পাশে মাধবপুর বাজা‌রে যায়। গ‌ভির রাত হয়ে গেলেও সে বা‌ড়ি‌তে আসে না। পরের দিন ‌খোঁজ না পেয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোষ্ট দেওয়া হয়। এর কিছু সময় পর অপ‌রি‌চিত নাম্বার থে‌কে ‌নিরবের বাবার কা‌ছে ফোন আ‌সে । ফো‌নে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী ক‌রে ফোনদাতা। টাকা না দি‌লে নির‌বকে হত‌্যা কর‌বে বলেও হুমকী দেয়। হুমকীদাতা টাকা নিয়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যেতে বলে ফোন কে‌টে দেয়। এরপর থে‌কে ওই নাম্বার‌টি বন্ধ করে দেয় ।

 

এর পরদিন শ‌নিবার নিরবের বাবা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। রবিবার সকা‌লে স্থানীয় জে‌লেরা মাধবপুর কোলে মাছ ধরতে যায়। তারা কোলের পানিতে নিরবের মরদেহ‌ দেখ‌তে পেয়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

 

কালুখা‌লি থানার ও‌সি মুহাম্মদ জা‌হেদুর রহমান জানান,শ‌নিবার ছেলে‌টির বাবা এক‌টি সাধারণ ডায়ে‌রি ক‌রে‌ছিল। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও কর‌ছি‌লো। এরই মধ্যে তার মরদেহ পাওয়া গেলো। আমরা মরদেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। কেন এই হত‌্যাকান্ড সে বিষ‌য়ে তদন্ত চলছে।


প্রিন্ট