মো: হানিফ উদ্দিন সাকিবঃ
আসছে পত্রি ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আমাদের হাতিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন মাঠে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান রাসেল, নিজাম উদ্দিন বিপুল, আয়াত হোসেন জুয়েল, ফজলে এলাহি হৃদয়, রাজির উদ্দিন, হানিফ উদ্দিন সাকিব, ওমর ফারুক হিমেল, তারেক প্রমূখ। প্রতিটি পরিবারকে কয়েক প্রকার সেমাই, চিনি, দুধ, নুডলস, কিছমিছ সহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আয়াত হোসেন জুয়েল জানান, ‘আমাদের হাতিয়া’ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে হাতিয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাঁসি ফুটাতে আজকের এ আয়োজন। ভবিষ্যতে এসকল মানবিক কাজ অব্যাহত রাখাতে সংগঠনের সদস্যদের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।
প্রিন্ট