এস.এম রবিউল ইসলাম রুবেলঃ
মানবাধিকার লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলা ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী দ্বারা মুসলিমদের উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বোয়ালমারীতে তাওহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা উপজেলা ও পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একত্রিত হয়ে মুসল্লিয়ান কেরাম বিক্ষোভ মিছিল বের করে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সোনালী ব্যাংকের মোড়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ইলিয়াস মোল্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তপু, বাইখীর ফাজিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাও. সৈয়দ সাজ্জাদ হোসেন, মোনাজতা পরিচালন করেন কেন্দীয় জামে মসজিদের ইমাম মো. হুসাইন আহমেদ প্রমুখ।
প্রিন্ট