আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আকতার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার গানিউল, মোঃ রাকিব, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষকবৃন্দ প্রমুখ।
উদ্বোধন শেষে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১১৫ কৃষক প্রত্যেকে ১ বিঘা করে জমির জন্য বারিমুগ-৬ বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে দেওয়া হয়েছে।
প্রিন্ট