ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাসিব হোসেন (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৩২৪ পিচ ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। সে সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের কৃষক মোকছেদ তালুকদার ওরফে আক্কাচের ছেলে।
এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সরোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে হাসিব হোসেন ইয়াবা বড়িসহ কাদিরদি বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর অবস্থান করর্ছিল। বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পেরে তার পকেটে থাকা ইয়াবা বড়ি দেখে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে হাসিবকে আটক করে তার কাছ থেকে ৩২৪ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করে।
এ ব্যাপারে হাসিব হোসেনের বাবা মোকছেদ তালুকদার দাবি করে বলেন, আমার ছেলে বিদেশ যাওয়ার জন্য কাদিরদী এলাকার একজনকে টাকা দিয়েছিল। প্রায় এক বছর ধরে টাকার জন্য ঘোরাঘুরি করছে আমার ছেলে। ছেলেকে এলাকার লোকজন আটকিয়ে পকেটে মাদক ঢুকিয়ে পুলিশে দিয়েছে।
মাদক মামলার বাদি উপপরিদর্শক সরোয়ার হোসেন বলেন, আমি ওই রাতে কাদিরদী এলাকায় টহলরত ছিলাম। এলাকাবাসী ওই যুবককে আটক করে মাদকসহ আমাদের হাতে তুলে দেন। যদি কোন ষড়যন্ত্র থাকে সেটা মামলার তদন্ত কর্মকর্তা দেখবেন। বুধবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট