মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে বয়ে চলা মধুমতি নদীতে পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে। এ বছর চলতি বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে ফসলি জমি, গাছপালা, বাড়ীঘড়।
বসুর ধুলজুড়ী বারোয়াড়ী কালি মন্দির থেকে রুইজানী ননী বিশ্বাসের বাড়ী পর্যন্ত ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। নদী ভাঙ্গন রোধে এখনই বালি ভর্তি জিও ব্যাগ ফেললে রক্ষা পেতে পারে নদী তীরবর্তী গ্রামের মানুষ।
মহম্মদপুর নির্বাহী অফিসার জনাব রামানন্দ পালের সাথে কথা বললে তিনি বলেন এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি আমি নদী ভাংগন এলাকা পরিদর্শন করে যথা যথা ব্যাবস্থা গ্রহন করবো।
প্রিন্ট