কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মারা গেছে ভেড়ামারায় ৩৬জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যু ও সংক্রমণে। করোনা রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষে তার চাচা ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু ,উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু’র উপস্থিত থেকে মোট ১৫টি অক্সিজেন সিলিন্ডার (আজ ১৪জুলাই বুধবার দুপুরে) ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীনের হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, অক্সিজেনের অভাবে কোন রুগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে। সেদিকে ডাক্তারদের তৎপর থাকার আহবান জানান ।
প্রিন্ট