মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে সহায়তা হিসেবে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে কর্জে হাসানা প্রকল্প নামে একটি বেসরকারি সংস্থা। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার সাতরশি গ্রামের তালুকদার বাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সুদমুক্ত ঋণ প্রদান কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে ৫ জন দরিদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এক বছরের জন্য কর্জে হাসানা দেয়া হয়। এতে কোন সুদ বা লাভ অথবা অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে সংস্থার সভাপতি মোঃ শাহ্ আলম বলেন, সমাজকে সুদমুক্ত রাখা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব।
অসহায় মানুষেরা আর্থিক প্রয়োজনের সময় সুদভিত্তিক এনজিও বা ব্যাংকের দ্বারস্থ হয়ে অর্থনৈতিক ও ঈমানের ক্ষতির সম্মুখীন হয়। এ থেকে উত্তোরণের জন্য কর্জে হাসানা প্রকল্প অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
সংস্থার সাধারণ সম্পাদক জানান, সামর্থ্যবান মানুষেরা কর্জে হাসানা প্রকল্পে দান করে, সেখান থেকে অসহায়দের সুদমুক্ত ঋণ দিয়ে সহায়তা করে। এ কাজে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
সুদমুক্ত ঋণগ্রহণকারী দেলোয়ার হোসেন বলেন, আমি কর্জে হাসানা পেয়ে খুব খুশি, এতে আমাকে সুদ দিতে হবে না। যা নিয়েছি তাই ফেরত দেব। প্রত্যেকটি গ্রামে এ কার্যক্রম চললে দরিদ্র মানুষের অনেক উপকার হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নওশাদ, আবু সায়ীদ, মুফতি জাকির হুসাইন ফরিদি, সেলিম হোসেন, কবির হোসাইন, একে আজাদসহ আরও অনেকে।
প্রিন্ট