মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১২ মার্চ) বুধবার দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামের এক ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোহেল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর জগৎপুর গ্রামের চ্যাদু মিয়ার ছেলে। পেশায় তিনি বিভারটেরক চালক ছিলেন। গত ৬ মার্চ রাতে বিভারটেকটি ভুরবুরিয়া গ্রামের কালভার্ডের পাশে পরে ছিল। পরে বুধবার ওই কালভার্ডের পাশ থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ জানতে পারে রিকশাটি সোহেলের।
এ বিষয়ে শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, বেলা ১১টার দিকে খবর পাই ভুরবুরিয়া গ্রামে একটি মৃতদেহ পড়ে আছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে তাকে হত্যা করে ফেলে গেছে দুরর্বৃত্তরা।
তিনি আরো বলেন, ডোবার পাশ থেকে সোহেলের বিভারটেক ও মানিব্যাগ উদ্ধার করা হয়। তবে ছিনতাই জনিত কারণে অথবা পূর্ব বিরোধের জেরে এ হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছি।
প্রিন্ট