মো: রনি আহমেদ রাজুঃ
মাগুরাতে চেয়ারম্যান হাসনা হেনার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঘী ইউনিয়নের স্থানীয় জনগণ আজ ১২ মার্চ ২০২৫, সকাল ১০ টার দিকে মঘী ইউনিয়ন বোর্ড অফিসের সামনে মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, মহিলা দলের ১ নং যুগ্ন সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরী, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সুজন বিশ্বাস, মঘী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মকলুকাত বিশ্বাস, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান হাসনা হেনা তার স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মঘী ইউনিয়নকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করেন এবং বলেন, হাসনা হেনার বিরুদ্ধে দুর্নীতির হাজারও অভিযোগ রয়েছে।
আজকের পর থেকে তিনি যদি ইউনিয়ন পরিষদে, চুরি করে এসে কাগজপত্রে যদি সিগনেচার করে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। এবং ইউনিয়ন বাসি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে সময়ের প্রত্যাশা,এটিএন বাংলা, এটিএন নিউজ,এশিয়ান টেলিভিশন, দীপ্ত টিভি ও দৈনিক সত্য প্রকাশ কে বলেন এই আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান হাসনা হেনাকে অপসারণ করে এবং দ্রুত আপনি আপনার একজন প্রশাসককে, মঘী ইউনিয়ন পরিষদে নিয়োগ করেন।
মঘী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইনজাল হোসেন মন্ডল, মঘী ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ মোক্তার হোসেন, সদস্য মোঃ সাহেব আলী বলেন এই চেয়ারম্যান হাসনা হেনা আওয়ামীলীগের দোসর, দালাল, স্বৈরাচার, সে মঘী ইউনিয়ন কে তার নিজের স্বজনপ্রীতি, দূর্নীতি মাধ্যমে নিজের পছন্দের লোক দিয়ে ইউনিয়ন কে বানিয়েছে অনিয়ম ও দুর্নীতির অভায় অরণ্য। আমার এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ঐ দূর্নীতিবাজ স্বৈরাচারের দোসর চেয়ারম্যান হাসনা হেনার অপসারণ দাবি করছি।
প্রিন্ট