পাবনার চাটমোহরে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (১৩ জুলাই) সকালে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল এবং পিসিডির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল গণি।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কর্মসূচী সহায়ক তহবিলের আওতায় বেসরকারি সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) চাটমোহর উপজেলার ৩৮ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করে।
২০১৯ ও ২০২০ সালে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ৩৫ জন শিক্ষার্থী প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।
প্রিন্ট