আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় বালু ভর্তি ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জামিল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি চারঘাট উপজেলার ডাকরা ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের মঞ্জিলের ছেলে। এ দুর্ঘটনায় শিশুটির মা রসনা বেগম (২৮) গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আঠালিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮ দিকে লালপুর থেকে বাঘার তেতুলিয়া গামী একটি বালু ভর্তি ট্রাকের (রাজ মেট্রো ড- ১১০১৭৪) সাথে চারঘাট উপজেলার ডাকরা থেকে লালপুরের ইসলামপুরগামী একটি অটো ভ্যানের সাথে বাঘার কাঠালিপাড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মাকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শিশুটির বড় চাচা রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে জামিলের হাত ভেঙ্গে যায়। সকালে তার বাবা মঞ্জিল নিজেই ভ্যান চালিয়ে তার হাতের চিকিৎসার জন্য লালপুরের ইসলামপুরে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিল। এসময় পথিমধ্যে বাঘার কাঁঠালিপাড়ায় ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক এবং ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট