মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে চাঁদাবাজি মামলায় ৩ আসামিকে কারাগারে প্রেরন করেছে আদালত। মামলায় উল্লিখিত তথ্যের মাধ্যমে জানা যায়, উপজেলার ভাসানচর ইউনিয়নের মধ্যেরচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেন ২০২০ সালে দেশে আসার পর তার নিকট ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করে আসছিলেন শেখ পান্নু মিয়া, শেখ মাসুদ, সোহেল মোল্যা, ফয়সাল, শেখ শাকিল ও ফরহাদ।
তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রবাসী আলমগীর হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার গতিরোধ করে তাকে হুমকি প্রদর্শন করে ও চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে রাজি না হলে উক্ত আসামিরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে তার পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং দাবিকৃত বাকি টাকার চাঁদা না দিলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এ সময় আলমগীর হোসেন চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসে এবং আসামীদের কবল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালতে মামলা হওয়ার পর অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় আদালত থেকে ৩জন অস্থায়ী জামিন নেয় এবং বাকি ৩জন বিদেশে পালিয়ে যায়। আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে পান্নু মিয়া, শেখ মাসুদ ও ফরহাদ গত ৪ জানুয়ারি আবারো আলমগীর হোসেনের মোটর সাইকেলের গতিরোধ করে মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেয়। পরে আলমগীর হোসেন বাদী হয়ে গত ৭ জানুয়ারি সদরপুর থানায় পুনরায় এই ৩ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।
ঘটনার সত্যতার প্রমান হলে প্রসিকিউসন অনুমোদন করে। পরে পান্নু মিয়া, শেখ মাসুদ ও ফরহাদ গত বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের বেল কেটে জেলে প্ররন করে।
প্রিন্ট