গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা’ নিপীড়ন’ ধর্ষন’ আইন শৃংখলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বালিয়াকান্দি তে মানববন্ধন করেছে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল। দলীয় নির্দেশনায় ১০ই মার্চ (সোমবার) সকাল ১১ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
উক্ত মানববন্ধন বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাহাত শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: নাজমুল হোসেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান সোলাইমান সহ বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল নেতা জিহাদ, আশিক,সিজান, সুপ্তি। ওই সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ। ও কলেজ ছাত্রদল এর সভাপতি মোঃ রাহাত শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃংখলার চরম অবনতির কারনে দেশে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিপীড়ন ও ধর্ষনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এর প্রধান কারন বিচারহীনতা। ২০২০ সালে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড বা যাবতজীবন কারাদন্ডের আইন পাশ হলেও এর কার্যকারিতা নেই। সুতরাং আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ ধর্ষনের মত এমন জঘন্য অপরার করতে সাহস না পায়। বাংলাদেশে ছাত্রদল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যতদিন নারীদের নিরাপত্তা নিশ্চিত না হবে বাংলাদেশ ছাত্রদল রাজপথে থাকবে বলেও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রিন্ট