সাহিদা পারভীনঃ
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কালুখালীর বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি গ্রহন করে।
কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক র্যালী বের করে। র্যালী শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল আলীম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের লেডার সাইফুল ইসলাম, মৃগী ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রিন্ট