ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় টিসিবি’র পণ্য কিনতে ভোগান্তি Logo রা‌য়পুরায় দোকানে দুর্ধর্ষ চুরি, ব্যবসায়ীর নগদ অর্থ ও মালামাল লুট Logo লালপুরে ইভটিজিংয়ের অভিযোগে আটক ২ Logo হাতিয়ায় যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামী ফকিরা আটক Logo ফরিদপুরে শহীদ সুফি নাট্যচক্র ও শিল্পী পরিবারের ‌ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দৌলতপুর সীমান্তে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক Logo নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ Logo সদরপুরে যুব মজলিসের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, কম দামে পন্য কেনার ভিড়

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে পবিত্র ‌ মাহে রমজান মাস উপলক্ষে ‌টিসিবির উদ্যোগে‌ পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে মাত্র ‌ ৪৫০ টাকার মধ্যে দুই লিটার সোয়াবিন তেল, ২ কেজি ‌ ২ কেজি মসুর ডাল ১ কেজি ‌ চিনি ‌ ও ১ কেজি ছোলা ‌ সংগ্রহ করতে পারছেন ক্রেতারা। আর তাকে কেন্দ্র করে ‌ সকাল থেকে ‌ভীড় করতে গেছে ‌ নির্ধারিত স্পটে গুলোতে।

 

আজ সকালে ‌ শহরের আলিপুরে অবস্থিত ‌ লাভলু সড়কে ‌ পরিদর্শন কালে দেখা যায় ‌ এখানে ‌ ৮০০ জন ক্রেতার নিকট ‌ উপরোক্ত পণ্য ‌ সামগ্রী বিক্রয় করা হবে। আর এ উদ্দেশ্যে দফায় দফায় ‌ ট্রাকে এনে পন্য সামগ্রী ‌ বিক্রয় করতে দেখা যায়। এ সময় ‌ অসংখ্য লোককে ‌ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ‌‌ উক্ত পণ্য সংগ্রহ করতে দেখা যায়।

 

এছাড়া পাশেই ‌ ও এম এস এর মাধ্যমে ‌ প্রতি কেজি চাউল ৩০ টাকা হিসেবে মাথাপিছু ৫ কেজি করে ‌ এবং ‌ প্রতি কেজি আটা ২৪ টাকা করে ‌ মাথাপিছু ‌ ৫ কেজি করে সংগ্রহ করতে দেখা যায়। এ ব্যাপারে এখানকার ও এম এস এর কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে ‌ পর্যাপ্ত পণ্য আছে। অন্যদিকে ‌ ক্রেতারা ‌ বাজার থেকে ‌ অনেক কম মূল্যে এখান থেকে ‌ এসব নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী সংগ্রহ করা যায়।

 

এ ব্যাপারে ক্রেতারা জানান ‌ বর্তমান দ্রব্যমূলের বাজারে ‌ এ ধরনের উদ্যোগ নেবার জন্য সরকারকে সাধুবাদ জানাই ।
কেননা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এত কম দামের মধ্যে এই জিনিসগুলো কিনা অসম্ভব। তারা আশা করেন সারা বছর যাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে এদিকে এই পণ্যগুলো ‌ সংগ্রহ করার জন্য সকাল সাতটার মধ্যেই ‌ শত শত মানুষ ‌ এখানে লাইন দাঁড়িয়ে উপস্থিত হন।

 

উল্লেখ করে যেতে পারে ‌ শহরের পাঁচটি স্পটে এ ধরনের কার্যক্রম পরিচালিত করা হচ্ছে এগুলো হলো নদী গবেষণা গেট, হেলিপোর্ট বাজার, অম্বিকা মেমোরিয়াল হল ও বায়তুল আমান বাজার। ‌


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় টিসিবি’র পণ্য কিনতে ভোগান্তি

error: Content is protected !!

ফরিদপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, কম দামে পন্য কেনার ভিড়

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে পবিত্র ‌ মাহে রমজান মাস উপলক্ষে ‌টিসিবির উদ্যোগে‌ পণ্য বিক্রি শুরু হয়েছে। এতে মাত্র ‌ ৪৫০ টাকার মধ্যে দুই লিটার সোয়াবিন তেল, ২ কেজি ‌ ২ কেজি মসুর ডাল ১ কেজি ‌ চিনি ‌ ও ১ কেজি ছোলা ‌ সংগ্রহ করতে পারছেন ক্রেতারা। আর তাকে কেন্দ্র করে ‌ সকাল থেকে ‌ভীড় করতে গেছে ‌ নির্ধারিত স্পটে গুলোতে।

 

আজ সকালে ‌ শহরের আলিপুরে অবস্থিত ‌ লাভলু সড়কে ‌ পরিদর্শন কালে দেখা যায় ‌ এখানে ‌ ৮০০ জন ক্রেতার নিকট ‌ উপরোক্ত পণ্য ‌ সামগ্রী বিক্রয় করা হবে। আর এ উদ্দেশ্যে দফায় দফায় ‌ ট্রাকে এনে পন্য সামগ্রী ‌ বিক্রয় করতে দেখা যায়। এ সময় ‌ অসংখ্য লোককে ‌ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ‌‌ উক্ত পণ্য সংগ্রহ করতে দেখা যায়।

 

এছাড়া পাশেই ‌ ও এম এস এর মাধ্যমে ‌ প্রতি কেজি চাউল ৩০ টাকা হিসেবে মাথাপিছু ৫ কেজি করে ‌ এবং ‌ প্রতি কেজি আটা ২৪ টাকা করে ‌ মাথাপিছু ‌ ৫ কেজি করে সংগ্রহ করতে দেখা যায়। এ ব্যাপারে এখানকার ও এম এস এর কর্মকর্তা জানিয়েছেন তাদের কাছে ‌ পর্যাপ্ত পণ্য আছে। অন্যদিকে ‌ ক্রেতারা ‌ বাজার থেকে ‌ অনেক কম মূল্যে এখান থেকে ‌ এসব নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী সংগ্রহ করা যায়।

 

এ ব্যাপারে ক্রেতারা জানান ‌ বর্তমান দ্রব্যমূলের বাজারে ‌ এ ধরনের উদ্যোগ নেবার জন্য সরকারকে সাধুবাদ জানাই ।
কেননা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এত কম দামের মধ্যে এই জিনিসগুলো কিনা অসম্ভব। তারা আশা করেন সারা বছর যাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে এদিকে এই পণ্যগুলো ‌ সংগ্রহ করার জন্য সকাল সাতটার মধ্যেই ‌ শত শত মানুষ ‌ এখানে লাইন দাঁড়িয়ে উপস্থিত হন।

 

উল্লেখ করে যেতে পারে ‌ শহরের পাঁচটি স্পটে এ ধরনের কার্যক্রম পরিচালিত করা হচ্ছে এগুলো হলো নদী গবেষণা গেট, হেলিপোর্ট বাজার, অম্বিকা মেমোরিয়াল হল ও বায়তুল আমান বাজার। ‌


প্রিন্ট