ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার আদালত চত্বরে তুচ্ছ ঘটনায় চায়ের দোকানদার মো. ফারুকের সঙ্গে বিজয় টিভির সাংবাদিক মো. রেজাউল করিম সেতু মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজা শুরু হওয়ার পর থেকে আদালত চত্বর এলাকার ফারুক খোলামেলাভাবে চা, পান এবং বিড়ি, সিগারেট বিক্রয় করায় সেতু তাকে নিষেধ করলে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে ফারুক সেতুর ওপর ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে হাতের ওপর আঘাত করলে এতে তিনি আহত হন।
প্রিন্ট