কাজী নূরঃ
একেবারে বিনা পয়সায় হেলিকপ্টারে জরুরী রোগী হাসপাতালে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারী পর্যায়ের অন্যতম বৃহৎ সেবাধর্মী প্রতিষ্ঠান আদ- দ্বীন ফাউণ্ডেশন। খুলনা বিভাগের ১০ জেলার ৬১৪ টি পয়েন্ট থেকে জরুরী রোগীদের বিনামূল্যে এ সেবা দেয়া হবে। শনিবার (১ মার্চ) যশোর পুলেরহাটে আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইয়া।
মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্- দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোঃ জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটাল (এনএইচএস) এর পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
বক্তব্য রাখেন আদ্- দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আদ্- দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আফিকুর রহমান, আদ্- দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্- দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা ও আকিজ এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এবং আদ্- দ্বীন ফাউন্ডেশনের সদস্য মুয়াজ রাকিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্- দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী শমন্তি শারমিন দোলা ও স্বরনিকা বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে হেলিকপ্টার পরিবহন সেবার উদ্বোধন করলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।
উদ্বোধনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এই অনন্য সেবা কার্যক্রমটি নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে। আদ্- দ্বীনের এই সেবা কার্যক্রমটি দেখে দেশের বিত্তবানরা এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই মহৎ কাজে বেবিচক সার্বিক সহযোগিতা অব্যহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার উল্লেখ করে এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কিন্তু এমন মহৎ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ খুব সহজে এ সেবা পাবে। আদ- দ্বীন ফাউন্ডেশনের এ উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন।
প্রিন্ট