মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে রেলি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটায় একটি রেলি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষ হলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী পরিচালক সানজিদা খন্দকার।
এ সময় ফরিদপুর সহ অন্যান্য স্থানীয় সরকারের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এবারে দিবসের জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবার স্থানীয় সরকার” এ প্রতিপাদকের সামনে রেখে স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ উন্নতি সমৃদ্ধ লাভ করবে।
বক্তারা বলেন বাংলাদেশের স্থানীয় সরকার অধীনে দেশে ৮০% কাজ হয়ে থাকে। স্থানীয় সরকারের অধীনে জনসেবার জন্য যে উন্নয়নমূলক কাজ বরাদ্দ দেওয়া হয় তাহা যেন জনমুখী স্কুল কলেজ এর উন্নয়ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বক্তারা সরকার অর্থনৈতিক শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারের মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।
প্রিন্ট