মুন্সী সাদেকুর রহমান শাহীন:
গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্যকান্দিতে যাত্রীবাহী বাসের পিছন বাসের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস সাম্পান রেস্টুরেন্টের দিকে ঢুকতে গেলে পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন নামের বাস সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সোহাগ বাসটি সামনে সরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের চালক ও সুপারভাইজারসহ আরো ১০ আরোহী গুরুত্বর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক সুব্রত বিশ্বাস গাড়ি চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত মন্টু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্ৰামের ও সুপারভাইজার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকাটি সড়ক দুর্ঘটনার হটস্পট হিসেবে পরিচিত হয়েছে। প্রতিনিয়ত এই এলাকাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রিন্ট