মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন স্কুল, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরি বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ জাহীদ তালুকদার ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট