ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পুর্নবহালের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের কাস্টম মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মজমপুর গেট প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
এসময় সমাবেশে জামায়াত নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন নেতারা মুক্তি পেলেও আমাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মিথ্যা মামলায় বিগত ১২ বছর কারগারে রেখেছে। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও দ্রুত নিবন্ধন পুর্নবহালের দাবি জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা নায়েবে আমির আব্দুল গফুর।
এসময় উপস্থিতি ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল হুসাইন, জামায়াতের নেতা আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা।
প্রিন্ট