সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, জনগনের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। জনগনের অপছন্দের কোন কাজ করা যাবে না।কারন আগামীর সরকার কে হবে,তা জনগনই নির্ধারন করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর মাজবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার মাজবাড়ীর শমসের মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি খোন্দকার মজিবর রহমান।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মঞ্জুর হোসেন মঞ্জু, কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, প্রচার সম্পাদক আবু তালেব, আলী রেজা আরজু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে মাজবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের কর্মীদের প্রত্যক্ষ ভোটে কাজী তৌহিদুল ইসলাম সভাপতি, জাকির হোসেন মন্ডল সাধারন সম্পাদক ও মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
প্রিন্ট