আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ
পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি পিঠা উৎসবের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জ্ঞানচক্র একাডেমির স্কুলের পাশে জ্ঞানচক্র একাডেমির আয়োজনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
জ্ঞানচক্র একাডেমির পরিচালক মুঃ সারওয়ার হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসাহাক আলী, আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার আসমা খাতুন, রহনপুর মহিলা কলেজের অধ্যপক মোঃ আজিজুল রহমান, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সুলতান আলম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম, সহকারী প্রকৌশলী বরেন্দ্র আহসান হাবিবসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
জ্ঞানচক্র একাডেমির প্রধান শিক্ষক মোসাঃ নায়েমা জানান, ছাত্র/ছাত্রী ও শিক্ষকের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। তাই আমরা এই পিঠা উৎসবের আয়োজন করে থাকি। এখানে মোট ৮টি স্টল রয়েছে, এগুলো সকলের জন্য উন্মুক্ত রয়েছে। এখান থেকে সকলে পিঠা কিনে কেউ খাচ্ছে, আবার কেউ নিয়ে যাচ্ছে এবং এই পিঠা উৎসবে মোট ৫০টি ছাত্র-ছাত্রী বাহারি সব পিঠা নিয়ে অংশ গ্রহণ করেছে।
তিনি আরো জানান, অংশগ্রহণকারীদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার তো থাকছেই, সেই সাথে সকল অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার জন্য প্রত্যেকের জন্য সান্ত্বনা মূলক পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উপজেলায় একমাত্র জ্ঞানচক্র একাডেমিই এই ব্যতিক্রম পিঠা উৎসব পালন করে থাকে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
প্রিন্ট