ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদসহ ৫ জাসদ নেতার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।
কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতার ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আজ ১৬ ফেব্রুয়ারি শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট দৌলতপুর উপজেলার পি,এম কলেজ মাঠে স্বরণসভার আয়োজন করেছে।
অপরদিকে কাজী আরেফ পরিষদ ও শহীদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্বরণসভা সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের এইদিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ।
এই সময় কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মারা যান।
প্রিন্ট