মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে এক কৃষকের দুটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৫খ্রি. শনিবার বেলা সাড়ে ১১টায় মেছড়দিয় গ্রামের কৃষক নাদের হোসেন মোল্যার বাড়িতে অগ্নিকাণ্ডে টিনের দুটি রান্না ঘর ও গোয়ালঘর পুড়ে যায়। কৃষক পরিবারের লোকজন জানান বিদ্যুতের লাইনের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান। আগুন লাগার সাথে সাথে এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কৃষক নাদের হোসেন মোল্যা জানান তিনি মাঠে কাজ করছিলেন, আগুনের কথা শুনে দৌড়ে বাড়ী এসে দেখেন দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা ধান ও সারসহ অন্যান্য মালামাল পুুড়ে ক্ষগ্রিস্থ হয়েছে।
এ বিষয়ে মধুখালী ফায়ার স্টেশন মাস্টার মো. রাশেদুল আলম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ওই কৃষকের আনুমানিক দুই লক্ষ বা তার ও বেশি টাকার ক্ষতি হয়েছে।
প্রিন্ট