সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন কালিকাপুর রেলওয়ে ব্রীজ থেকে পরে ১ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সারে ৩টায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী জিআরপি থানার এসআই সৈয়দ ফরহাদ আলী জানায় , শনিবার বিকেলে ঢাকা থেকে খুলনা অভিমুখে যাওয়া মেইল ট্রেনে চড়ে রেলভ্রমন করছিলো ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক।সে কালুখালীর কালিকাপুর ব্রীজ এলাকায় এলে ব্রীজে তার মাথায় আঘাত লাগে। পরে সে পাংশার সত্যজিতপুর এলাকা রেলের মাঝে পরে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত যুবকের পরনে কালো প্যান্ট, গায়ে কালো সোয়েটার ও গলায় খয়েরী মাফলার পেচানো ছিলো। এ ব্যাপারে রাজবাড়ী জিআরপি থানায় মামলা হয়েছে।
প্রিন্ট