ঢাকা , সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অস্ত্রধারীদের গ্রেফতার ও যুবদল নেতাকে মুক্তির দাবিতে লালপুরে সড়ক অবরোধ

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে যুবদল নেতার মুক্তি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় আটককৃতদের মুক্তি ও গত ৪ আগস্ট উপজেলায় ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কয়েক দফায় লালপুর থানার সামনের সড়ক ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার ভাই জাহাঙ্গীর মেম্বার খোকনকে মারপিট করে একটি মোবাইল ফোন ভেঙ্গে দেয়। গত ৬ ফেব্রুয়ারি সেই মোবাইল ভাঙচুরের ঘটনা ২০ হাজার টাকায় নিষ্পত্তি হয়। ক্ষতিপূরনের সেই ২০ হাজার টাকা লেনদেনের ঘটনা গোপনে ভিডিও করে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখিয়ে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার কলোনীপাড়া থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন (৪৫)সহ তার দুই সন্তান ফিরোজ (৩২) ও অনিককে (২৪) তাদের বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে। একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা জল ঘোলা করার চেষ্টা করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সুতরাং যারা ৪ ও ৫ আগস্ট লালপুরে ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা করেছিল তাদেরকে অতিসত্বর গ্রেফতার করতে হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশীদ পাপ্পু বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।” পরে বিএনপি নেতৃবৃন্দের নির্দেশনায় আন্দোলনকারীরা দুপুর ৩টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আমি ও আমার পরিবার সেনাবাহিনীর কাছে কোন অভিযোগ করিনি। আমরা অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটকের ভয়ে বাড়ি ছাড়া হয়ে আছি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে তিন জনকে লালপুর থানায় হস্তান্তর করে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এরপরে আটককৃতদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অস্ত্রধারীদের গ্রেফতার ও যুবদল নেতাকে মুক্তির দাবিতে লালপুরে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে যুবদল নেতার মুক্তি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় আটককৃতদের মুক্তি ও গত ৪ আগস্ট উপজেলায় ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কয়েক দফায় লালপুর থানার সামনের সড়ক ও ত্রিমোহনীতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখেন তারা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার ভাই জাহাঙ্গীর মেম্বার খোকনকে মারপিট করে একটি মোবাইল ফোন ভেঙ্গে দেয়। গত ৬ ফেব্রুয়ারি সেই মোবাইল ভাঙচুরের ঘটনা ২০ হাজার টাকায় নিষ্পত্তি হয়। ক্ষতিপূরনের সেই ২০ হাজার টাকা লেনদেনের ঘটনা গোপনে ভিডিও করে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখিয়ে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার কলোনীপাড়া থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন (৪৫)সহ তার দুই সন্তান ফিরোজ (৩২) ও অনিককে (২৪) তাদের বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে। একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা জল ঘোলা করার চেষ্টা করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সুতরাং যারা ৪ ও ৫ আগস্ট লালপুরে ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা করেছিল তাদেরকে অতিসত্বর গ্রেফতার করতে হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশীদ পাপ্পু বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে। আমরা তাদের মুক্তি চাই।” পরে বিএনপি নেতৃবৃন্দের নির্দেশনায় আন্দোলনকারীরা দুপুর ৩টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আমি ও আমার পরিবার সেনাবাহিনীর কাছে কোন অভিযোগ করিনি। আমরা অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটকের ভয়ে বাড়ি ছাড়া হয়ে আছি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী রাতে তিন জনকে লালপুর থানায় হস্তান্তর করে। তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। এরপরে আটককৃতদের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট