মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ২৭টি ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে উক্ত কর্মসূচি পালিত হয়।
সংগঠনের আহবায়ক সৈকত হাসানের সভাপতিত্বে শহরের বিএনপি পার্টি অফিসে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী শিবলী সাদিক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি বড় সংগঠন, স্বাভাবিকভাবেই অনেক পদ প্রত্যাশী থাকবে। কিন্তু সবাইকে পদ দেয়া সম্ভব হবে না। যার যার যোগ্যতার ভিত্তিতে পদ দেয়া হবে। আশা করা যায় আমরা একটি সুন্দর কমিটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব। নতুন কমিটি জাতীয়তাবাদী দল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করবে, আশা রাখি।”
তবে কমিটিতে যাতে কোনো আওয়ামী লীগের পেতাত্মা অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান করেন।
উল্লেখ্য যে আগামী ৩ দিন ফরম বিতরণ করা হবে এবং সবাই ১৬ তারিখে ফরম জমা দেবে।
প্রিন্ট